মৃত মায়ের ছবি নিয়ে বিয়ের আসরে ঢুকলেন পাকিস্তানি কনে
কান্নাভেজা চোখে বিয়ের আসরে ঢুকছেন এক কনে। পরনে গাঢ় লাল রঙের লেহেঙ্গা আর ভারী গয়না। এক হাতে ধরে রেখেছেন বাবার হাত। আরেক হাত বুকের কাছে। ধরে আছেন মায়ের ছবি। মা পৃথিবীতে নেই। তবে আছেন মেয়ের হৃদয়ে। এমন একটি বিয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির
ঘটনাটি পাকিস্তানের। মাহা ওয়াজাহাত খান নামের এক ফটোগ্রাফার ইনস্টাগ্রামে আবেগঘন ওই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। মা-হারা সব মেয়ের প্রতি ভিডিওটি উৎসর্গ করেছেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, কনে তাঁর বাবার সঙ্গে বিয়ের আসরে ঢোকার পর স্বজনেরা তাঁর চোখের পানি মুছে দিচ্ছেন। কেউ কেউ আবার তাঁকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবাও কিছুক্ষণ পরপর নিজের চোখ মুছছিলেন। ৫৭ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়েছে কনের বিদায়মুহূর্তে। যখন একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছিলেন বাবা আর মেয়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার দুই দিনের মাথায় এটি ২৮ লাখের বেশি বার দেখা হয়েছে। পোস্টের নিচে মন্তব্য পড়েছে আট শতাধিক।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আবেগ সামলে রাখা কঠিন।’ আরেকজন লিখেছেন, ‘এটি যতবার দেখছি, ততবারই কাঁদছি।’
মন্তব্যের ঘরে অনেকেই ওই কনের প্রতি ভালোবাসা আর শুভকামনা জানিয়েছেন।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ভিডিও ভাইরাল হতে দেখে গেছে। এ বছরের শুরুর দিকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এক কনে বায়না ধরেছেন তাঁর পছন্দের গান না বাজালে তিনি বিয়ের আসরে ঢুকবেন না। ভিডিওটি তখন খুব ভাইরাল হয়েছিল।