মানিব্যাগ চুরি করে ধরা খেলেন পাকিস্তানি আমলা
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ আমলা মানিব্যাগ চুরি করে ধরা পড়েছেন। পাকিস্তান সফরে যাওয়া কুয়েতের প্রতিনিধিদলের এক সদস্যের মানিব্যাগ চুরি করেছেন তিনি। সেই চুরির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান।
রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ডটকম জানিয়েছে, বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে কুয়েতের প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে। দলটি পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে। বৈঠক শেষে চুরির ঘটনা ঘটে।
চুরির জন্য অভিযুক্ত ওই আমলা পাকিস্তানের গ্রেড-২০ এর কর্মকর্তা। তিনি অর্থ মন্ত্রণালয়ে কর্মরত। চুরির ঘটনায় কুয়েতি প্রতিনিধিদলের প্রতিবাদের পর ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরা খতিয়ে দেখলে বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় ছয় সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কুয়েতি প্রতিনিধিদল পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মিলনায়তন ত্যাগ করছিল। সেই মুহূর্তে কুয়েতি কর্মকর্তার টেবিলে রাখা মানিব্যাগটি নিয়ে নিজের পকেটে ভরেন পাকিস্তানি ওই কর্মকর্তা।
কুয়েতি প্রতিনিধিদলের এক সদস্য পাকিস্তানি কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে বিষয়টি সবার নজরে আসে। অভিযোগে বলা হয়, বৈঠকের সময় অনেক কুয়েতি দিনারসহ তাঁর একটি মানিব্যাগ খোয়া গেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়টির সব কক্ষ ও দপ্তরে খোঁজ করা হয়েছে। এমনকি মন্ত্রণালয়টির নিম্ন শ্রেণির কর্মচারীদের শরীর তল্লাশি করেও সেটার কোনো হদিস মেলেনি। পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসল চোর শনাক্ত করে মানিব্যাগটি ফেরত দেওয়া হয়েছে।
কুয়েতি কর্মকর্তারা মানিব্যাগ ফেরত পাওয়ার কথা স্বীকার করছেন। একই সঙ্গে এই ঘটনার হোতার পরিচয় জানতে চেয়েছেন তাঁরা। তবে প্রাথমিকভাবে পাকিস্তানি কর্মকর্তারা তাঁর নাম প্রকাশ করেননি। তবে দোষী ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।