২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

মসজিদে বিস্ফোরণ–পরবর্তী অবস্থা
ছবি: এএফপি

পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার একটি মসজিদে আজ শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় তাদের হাসপাতালে কমপক্ষে ৩০ জনের মৃতদেহ আনা হয়েছে। আরও অন্তত ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর ডনের।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান বলেন, শহরের কিসসা খাওয়ানি বাজারের একটি মসজিদে ঢোকার চেষ্টা করেছিল দুজন হামলাকারী। মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় তারা। তখন এক পুলিশ সদস্য নিহত হন।

অপরজন গুরুতরভাবে আহত হন। এ ঘটনার পর মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।
এলাকাটিতে বেশ কিছু বাজার রয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলেছেন, শুক্রবার জুমার নামাজের দিনে এলাকাটি খুব জনাকীর্ণ থাকে।

হামলার শুরুতে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসীম বলেছিলেন, ২০ জনের বেশি আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগের অবস্থাই গুরুতর।

হাসপাতালটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখান আরও বেশিসংখ্যক চিকিৎসাকর্মীকে ডেকে আনা হয়েছে।