পাকিস্তানে বিস্ফোরণে চীনের তিন নাগরিক নিহত

বিস্ফোরণস্থলে পরিদর্শন করছে স্থানীয় পুলিশ
ছবি: এএফপি

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের বাইরে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। তাঁদের তিনজনই চীনের নাগরিক। স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সিন্ধের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদ মাহার মুখ্যমন্ত্রীকে টেলিফোনে বিস্ফোরণে নিহতের সংখ্যা সম্পর্ক জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।

করাচি বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র নিহত তিন চীনা নাগরিকের পরিচয় জানিয়েছেন। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং ও চেন সাই। তাঁরা একটি গাড়িতে ছিলেন। এর চালক খালিদও নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও দুজন চীনা নাগরিক আহত হয়েছেন বলে মুখপাত্র জানিয়েছেন।

এ ঘটনার একটি ফুটেজ টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, সাদা রঙের একটি গাড়ি জ্বলছে, সেটি থেকে ধোঁয়া উঠছে। আশপাশের ভবনের জানালা ভেঙে গেছে। গাড়িটি কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে মোড় নেওয়ার সময় সেটিতে বিস্ফোরণ ঘটে।