কে এই আসার মালিক

বর আসার মালিকের সঙ্গে মালালা ইউসুফজাই
ছবি: মালালার টুইটার থেকে নেওয়া

পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ২৪ বছর বয়সী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। আসার মালিক নামের একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। লন্ডনের বার্মিংহামে তাঁদের বিয়ে হয়েছে। মঙ্গলবার রাতে মালালা এক টুইট বার্তায় নিজের বিয়ের খবর জানিয়েছেন।

কিন্তু কে এই আসার মালিক তা নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। পাকিস্তানের জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। তিনি ২০২০ সালের মে মাসে ওই পদে যোগ দেন।

এর আগে আসার মালিক পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি খেলোয়াড় ব্যবস্থাপনা সংস্থাও চালান। আসার মালিক পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সেস (এলইউএমএস) থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন