নওয়াজকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে শাহবাজের আহ্বান
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নওয়াজ শরিফকে দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিতে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ বৈঠকের মধ্য দিয়ে শাহবাজ আবারও দলের সভাপতি নির্বাচিত হন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তিনি তাঁর বড় ভাইয়ের (নওয়াজ শরিফ) পাকিস্তানে ফেরার অপেক্ষা করছেন। তারপর তিনি দলের সঙ্গে বৈঠক করে যেন পিএমএল-এনের সভাপতিত্ব তাঁর (নওয়াজ) হাতে ফিরিয়ে দিতে পারেন।
দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পর এবং দলের কোনো দায়িত্বে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করলে দলের সভাপতির দায়িত্ব পান শাহবাজ শরিফ। সুপ্রিম কোর্টের এ আদেশের পর নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। এর পর থেকে তিনি সেই দেশেই আছেন।
আজকের বৈঠকে শাহবাজ বলেন, দলের এখন তরুণ নেতৃত্ব দরকার। মরিয়ম নওয়াজ কঠোর পরিশ্রম করছেন বলেও তিনি উল্লেখ করেন। শাহবাজ শরিফ বলেন, ‘যখন নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরে আসবেন, তখন রাজনীতির মানচিত্রই বদলে যাবে।’
দলের সভাপতির বক্তব্যের আগে দলের জ্যেষ্ঠ সহসভাপতি মরিয়ম নওয়াজ বক্তব্য দেন। তিনি দলের কঠিন সময়ে কর্মীরা পাশে থাকায় প্রশংসা করেন। তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, ছোট বা বড়—যেকোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বড় ভাই নওয়াজ শরিফের অনুমোদন ছাড়া করেননি।