ইমরান খানের স্ত্রী বুশরা কখনোই পালিয়ে যাবেন না: বোন মরিয়ম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবিফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কখনোই পালিয়ে যাবেন না। তিনি ইমরান খানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। আজ বুধবার ভোরে এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন বুশরা বিবির বোন মরিয়ম রিয়াজ।

কারাবন্দী ইমরানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদের ‘ডি-চকে’ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় পিটিআই। পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। সমাবেশস্থলে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে।

ইসলামাবাদ অভিমুখী পিটিআইয়ের জনস্রোতে অংশ নেন বুশরাও। এখন তাঁর বোন মরিয়ম ধারণা করছেন, বুশরাকে ‘অপহরণ’ করা হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বিক্ষোভকারী নেতা-কর্মীদের গাড়িতে নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর পর থেকে বুশরার সঙ্গে পরিবার যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

মরিয়ম বলেন, বুশরা যদি দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যেতেন, তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন।

বুশরার গ্রেপ্তার হওয়া কিংবা খাইবার পাখতুনখাওয়ায় যাওয়ার বিষয়ে পরস্পরবিরোধী খবরাখবর পাচ্ছেন বলে মরিয়ম জানান।

মরিয়ম বলেন, রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের ডাকা সমাবেশের কর্মসূচি ব্যাপক সাড়া অর্জন করেছে।

মরিয়ম জোর দিয়ে বলেন, বুশরা কখনোই ইমরানকে ত্যাগ করবেন না। কিংবা এমন পরিস্থিতিতে তিনি (বুশরা) কখনোই পালিয়ে যাবেন না।