আদালতের প্রশ্নের জবাব দিতে সময় চান ইমরান ও বুশরা বিবি

ইমরান খান ও বুশরা বিবিফাইল ছবি

পাকিস্তানের জবাবদিহি আদালতের ৭৯টি প্রশ্নের জবাব দিতে অন্তত দুই সপ্তাহ সময় চেয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা ঘিরে প্রশ্নগুলো করা হয়েছিল। ১৯ কোটি পাউন্ড নয়ছয়ের অভিযোগে মামলাটি করেছিল পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।

আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের ৯ মে গ্রেপ্তারও হয়েছিলেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান। এই মামলা থেকে খালাস পেতে আবেদন করেছিলেন তিনি ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ওই আবেদনের ওপর সিদ্ধান্ত নিতে গত সপ্তাহে আদালতকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট।

জবাবদিহি আদালতে ইমরানের পক্ষের আইনজীবী ছিলেন ফয়সাল হুসাইন। তিনি আদালতকে বলেন, মামলায় দণ্ডবিধির ৩৪২ ধারায় যে ৭৯টি প্রশ্ন করা হয়েছে, তার জবাব দেওয়ার জন্য যেন দুজনকে অন্তত ১৪ দিন সময় দেওয়া হয়। দণ্ডবিধির ৩৪২ ধারায় মামলার বিবাদীপক্ষকে নিজের বক্তব্য প্রকাশের সুযোগও দেওয়া হয়েছে। বিবাদীদের আত্মপক্ষ সমর্থনের জন্য এটি গুরুত্বপূর্ণ।

তবে এর বিরোধিতা করেছেন মামলার বাদী এনএবির আইনজীবী। তাঁর মতে, অভিযুক্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত রয়েছেন। তাই বিলম্ব না করে তাঁদের বক্তব্য নেওয়া যেতে পারে। শেষ পর্যন্ত ১৩ নভেম্বর পর্যন্ত আদালত মুলতবি করেন বিচারক।

এদিকে ইমরানের বোন নোরিন নিয়াজির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবারের মধ্যে ইমরানের বিরুদ্ধে করা সব মামলার বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আরবাব মুহাম্মাদ।