পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান নির্বাচনে দেরি হলো কেন
পাকিস্তানে চলছে নির্বাচনী তোড়জোড়। সময়ের আগেই ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদ। এরই ধারাবাহিকতায় এবার তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় আজ শনিবার জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা আনোয়ারুল হক কাকার।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনোয়ারুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দিয়ে বার্তা পাঠিয়েছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। এর কিছুক্ষণ পর পাকিস্তানের সংবিধানের ২২৪-এ অনুচ্ছেদ অনুযায়ী আনোয়ারুল হকের নিয়োগে সম্মতি দেন প্রেসিডেন্ট।
গত ৯ আগস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয়। এরপরই সংবিধান অনুযায়ী শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের প্রক্রিয়া। ১০ আগস্ট বিষয়টি নিয়ে প্রথম আলোচনায় বসেন শাহবাজ ও রাজা রিয়াজ। সেদিন দুই নেতা একে অপরকে সম্ভাব্য প্রার্থীদের নাম দেন। পরে গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় দফায় আলোচনা হয়। এরপর আজকের আলোচনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক প্রধানের নাম চূড়ান্ত করা হয়।
পাকিস্তানের বর্তমান রাজনীতির ভেতরের খবর নিয়ে জানাশোনা আছে এমন কয়েকটি সূত্র ডনকে জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধান নির্বাচনে দেরি হওয়ার জন্য রাজা রিয়াজ দায়ী বলে মনে করা হচ্ছে। তাঁকে সরকার ঘনিষ্ঠ বিরোধীদলীয় নেতা হিসেবেই মনে করা হতো। তবে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নির্বাচন ইস্যুতে তিনি রূপ বদলান। এ পদের জন্য শাহবাজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) যাঁদের নাম প্রস্তাব করেছিল, তা মেনে না নিয়ে নিজের প্রার্থী নির্বাচনে দর-কষাকষি শুরু করেন তিনি।
সূত্র জানায়, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তাঁর ছোট ভাই শাহবাজের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী ইশাক দারকে তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে বাছাই করতে চাপ দিচ্ছিলেন। ইশাক দার না হলে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিও ছিলেন নওয়াজের পছন্দের তালিকায়। তবে সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানিকে তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে নিয়োগ দিতে জোরালো অবস্থান নেন রাজা রিয়াজ। গত শুক্রবার রাজা রিয়াজ, ইশাক দার ও আহসান ইকবালের সঙ্গে দেখা করেন সাদিক সাঞ্জরানি। শেষ পর্যন্ত আনোয়ারুল হককে নিয়োগে দুপক্ষ ঐকমত্য হয়।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে শাহবাজ ও রাজা রিয়াজ সাংবাদিকদের কাছে আনোয়ারুল হকের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। রাজা রিয়াজ বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এমন কেউ হবেন, যিনি ছোট কোনো প্রদেশের প্রতিনিধিত্ব করেন এবং বিতর্কিত নন। ছোট প্রদেশের মানুষেরা নিজেদের বঞ্চিত মনে করেন। তাঁদের সেই মনোভাব দূর করাই আমাদের লক্ষ্য ছিল। শেষ পর্যন্ত আমরা আনোয়ারুল হককে নিয়োগের বিষয়ে একমত হই।’
আগামীকাল রোববার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনোয়ারুল হক শপথ নেবেন বলে জানিয়েছেন রাজা রিয়াজ। তবে এ সরকারের মন্ত্রিসভা গঠনের বিষয়ে গতকাল শাহবাজ শরিফের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
কে এই আনোয়ারুল হক
আনোয়ারুল হক ২০১৮ সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের মার্চে তাঁর ছয় বছরের মেয়াদ শেষ হবে।
এ ছাড়া সিনেটে পাকিস্তানি প্রবাসী ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারপারসন ছিলেন আনোয়ারুল হক। দেশটির ব্যবসা উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ববিষয়ক কমিটি এবং পররাষ্ট্র ও বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্যও ছিলেন তিনি।
আনোয়ারুল হকের দল বেলুচিস্তান আওয়ামী পার্টি ২০১৮ সালে গঠিত হয়। তিনি দলটির পার্লামেন্টারি প্রধান ছিলেন। এই পদে থেকে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। মাস পাঁচেক আগে তাঁকে সরিয়ে নতুন নেতৃত্বকে দলের দায়িত্ব দেওয়া হয়।