পাকিস্তানে ৬ মাসে ২৭১টি জঙ্গি হামলায় নিহত ৩৮৯
পাকিস্তানে সন্ত্রাসবাদী তৎপরতা বেড়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে সন্ত্রাসবাদী তৎপরতা ছিল ৭৯ শতাংশ বেশি। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) নামের একটি চিন্তন প্রতিষ্ঠানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পিআইসিএসএস যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাকিস্তানে অন্তত ২৭১টি জঙ্গি হামলায় ৩৮৯ জনের প্রাণহানি ও ৬৫৬ জন আহত হয়েছেন।
তবে গত বছরের একই সময়ে পাকিস্তানে সন্ত্রাসবাদী তৎপরতা ছিল অনেক কম। সে বছর প্রথম ছয় মাসে ১৫১টি জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলায় ২৯৩ জন নিহত ও ৪৮৭ জন আহত হয়েছিলেন। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে ২২৮টি হামলায় ২৪৬ জনের প্রাণহানি হয়। আহত হন আরও ৩৪৬ জন।
পিআইসিএসএসের হিসাব অনুযায়ী এ বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ১৮ শতাংশ বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। আর সন্ত্রাসী হামলায় প্রাণহানি ৫৮ শতাংশ ও আহত ৮৮ শতাংশ বেড়েছে।
সন্ত্রাসবাদী তৎপরতা যেমন বেড়েছে তেমনি সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর তৎপরতাও বেড়েছে। এ বছরের প্রথমার্ধে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২৩৬ জন জঙ্গি প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে এ সময়ে জঙ্গিবাদে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২৯৫ জন।
সন্ত্রাসবাদী তৎপরতা সবচেয়ে বেশি ছিল খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। বছরের প্রথমার্ধে সেখানে সর্বোচ্চ ১৭৪টি জঙ্গি হামলা হয়েছে। এতে ২৬৬ জন নিহত ও ৪৬৩ জন আহত হয়েছেন। এরপর বেলুচিস্তান প্রদেশে ৭৫টি সন্ত্রাসী হামলায় ১০০ মানুষের মৃত্যু হয়। আহত হয় ১৬৩ জন।
তবে সিন্ধু প্রদেশে গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধে সন্ত্রাসবাদী তৎপরতা ছিল কম। এ সময়ে প্রদেশটিতে ১৩টি সন্ত্রাসী হামলায় হয়েছে। এতে ১৯ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
পাকিস্তানে সন্ত্রাসবাদী তৎপরতা বাড়ার হিসাব দিয়ে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে পিআইসিএসএস।