কারাগারে মাছি ও পোকামাকড়ের উৎপাতে বেকায়দায় ইমরান খান
কারাগারের ‘বসবাস অনুপযোগী’ পরিবেশে হাঁপিয়ে উঠেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। সেখানে তাঁর কক্ষে দিনের বেলা মাছি ওড়ে আর রাতে পোকামাকড়ের উৎপাত। তাই তাঁকে দ্রুত সেখান থেকে বের করতে উদ্যোগ নিতে আইনজীবীদের তাগাদা দিয়েছেন তিনি।
কারাগারে আইনজীবীর সঙ্গে দেখা হওয়ার পর পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী এমন কথা বলেন বলে কারাগারের একটি সূত্র জিও নিউজকে নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁকে আটক জেলে রাখা হয়।
কারাগারের একটি সূত্র জিও নিউজকে বলেছে, জেলে ইমরান খান খুব কষ্টকর দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় কারাগারে নিজের আইনজীবীর সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেন, ‘আমাকে এখান থেকে বের করুন। আমি জেলে থাকতে চাই না।’
আইনজীবী নাঈম হায়দার পানজোথাকে গত সোমবার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। পিটিআই চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর পানজোথা বলেছিলেন, ইমরানকে কষ্টদায়ক অবস্থায় রাখা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীকে সি শ্রেণির কারা–সুবিধা দেওয়া হয়েছে।
পানজোথা আরও বলেন, এত কষ্টের মধ্যেও পিটিআই–প্রধান তাঁর মনোবল ধরে রেখেছেন। বলেছেন, প্রয়োজনে সারা জীবন জেলে থাকবেন, তবু দাসত্ব মেনে নেবেন না।
কারা সূত্র বলছে, আইনজীবীর সঙ্গে বৈঠকে পিটিআই চেয়ারম্যান কারাগারের ভেতরের অবস্থা নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, দিনের বেলায় তাঁর কারাকক্ষে মাছি ওড়ে, রাতে পোকামাকড়ের উৎপাত দেখা যায়।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ সফরে পাওয়া রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত হন। এসব উপহারের মূল্য ১৪ কোটি পাকিস্তানি রুপি। ইমরান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার ইমরান খানকে দুর্নীতি মামলায় দেওয়া সাজা স্থগিত এবং তাঁর জামিন চেয়ে আপিল করা হয়েছে। ইমরানকে আটক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে প্রধান বিচারপতি আমির ফারুক বরাবর আবেদন জানিয়েছে পিটিআই।