পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ জারি

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরাফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় কারফিউ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাটিতে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গতকাল রোববার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

কয়েক দিন ধরে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছিল। কারফিউ জারির মাত্র তিন দিন আগে একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলাকারীদের আক্রমণ নস্যাৎ করে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। ওই ঘটনায় ১০ হামলাকারী নিহত হয়েছিল। এর আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের জানদোলা এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

এর এক দিন পর দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছিল, ওই বিস্ফোরণে রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম–ফজলের (জেইউআই–এফ) জেলা আমিরসহ অন্তত চারজন আহত হন।

২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র হামলা বৃদ্ধি পেতে দেখা গেছে। গবেষণাপ্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ওই মাসে হামলার সংখ্যা আগের মাসের চেয়ে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

পিআইসিএসএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে পাকিস্তানজুড়ে অন্তত ৭৪টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন বেসামরিক মানুষ ও ৩৬ জন সশস্ত্র হামলাকারী ছিলেন। এ ছাড়া ৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ বেসামরিক লোকজন ও ১০ জন সশস্ত্র হামলাকারী আহত হন।

জানুয়ারিতে পাকিস্তানে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এরপরই রয়েছে বেলুচিস্তান। পিআইসিএসএসের পরিসংখ্যানে বলা হয়েছে, ওই মাসে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিভিন্ন জেলায় ৪৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর বেলুচিস্তানে অন্তত ২৪টি হামলার ঘটনা ঘটেছে। এতে ২৬ জনের প্রাণহানি হয়েছে।