সামরিক আদালতে ইমরানের বিচার হওয়া উচিত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সামরিক আদালতে বিচার হওয়া উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
তিনি বলেন, ‘সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কর্মসূচি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তিনি তা বাস্তবায়নও করেছেন। আমি যতটুকু বুঝি, এটি সামরিক আদালতের একটি মামলা।’
গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ এসব কথা বলেন।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে রানা সানাউল্লাহ বলেন, ‘৯ মের সহিংসতার মূল পরিকল্পনাকারী ইমরান খান। দেশজুড়ে বিভিন্ন হামলার মূল পরিকল্পনাকারীও তিনি।
গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার আগে থেকেই তিনি এসব পরিকল্পনা করেছিলেন।’ বর্তমান সরকারের কাছে ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা করার প্রমাণ আছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইমরান খান এখন জামিনে রয়েছেন। তবে তাঁর দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। সেই সঙ্গে পিটিআই থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে।