জামিন পেলেন বুশরা বিবি

ইমরান খানের পাশে তাঁর স্ত্রী বুশরা বিবিফাইল ছবি: এএফপি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাইকোর্ট রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন। গতকাল বুধবার পাকিস্তানের জিও টিভি এ তথ্য জানায়।

বর্তমানে ইমরান খান ও তাঁর স্ত্রী দুজনই কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে এসব উপহার পেয়েছিলেন; কিন্তু এসব উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি।

ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে জামিন দিলেও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কি না, তা স্পষ্ট করা হয়নি। বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের আদালত ১০ লাখ রুপি জামানতের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেন। বুশরা বিবি ৩ অক্টোবর তোশাখানা মামলায় জামিনের জন্য আদালতে পিটিশন দায়ের করেন। তাতে বলা হয়, বুশরা বিবি একজন গৃহিণী। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। এ ছাড়া এ মামলায় যে তদন্ত করা হয়েছে, তা স্বচ্ছ নয়। বিবাদীকে কারাগারে রাখার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ট্রায়াল কোর্ট গ্রেপ্তার-পরবর্তী জামিন বাতিল করেছিলেন। এ মামলায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা জবাবদিহি সংস্থার একটি অভিযোগও যুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে সৌদি যুবরাজ বুশরা বিবিকে একটি গয়না সেট উপহার দেন। এতে আংটি, ব্রেসলেট, হার ও দুল ছিল। কিন্তু এসব উপহার তিনি তোশাখানায় জমা দেননি।

গতকাল আদালতে শুনানির সময় পাকিস্তানের তদন্ত সংস্থা (এফআইএ) জানায়, যে গয়নার কথা মামলায় এসেছে, তা সামনে হাজির না করায় এর প্রকৃত মূল্য যাচাই করা যায়নি।

এর আগে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের পিটিশনের শুনানি করেন। তাতে ইমরান খান ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে শারীরিক পরীক্ষার আবেদন করেছিলেন। এ বিষয়ে আদালত আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। এ ছাড়া এ বিষয়ে রাষ্ট্রের অবস্থান জানতে চেয়েছেন আদালত।