ইমরানকে রাজপথ ছেড়ে পার্লামেন্টে ফেরার আহ্বান সরকারের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে চলমান লংমার্চ আগামীকাল শনিবার রাওয়ালপিন্ডিতে পৌঁছানোর কথা রয়েছে। তবে এর আগেই ইমরানকে রাজপথ ছেড়ে পার্লামেন্টে ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার। খবর দ্য ডন ও জিও নিউজের।
আজ শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সরকারের পক্ষ থেকে ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা আসাদ ওমরের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে ইমরানের লংমার্চে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই নিজেদের নেতা–কর্মী ও সমর্থকদের নিরাপত্তার স্বার্থে এদিন লংমার্চ না করার আহ্বান জানিয়েছে সরকার।
রানা সানাউল্লাহ আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে ইমরানকে রাজপথ ছেড়ে পার্লামেন্টে ফেরার আহ্বান জানাচ্ছে সরকার। তা না হলে রাজনৈতিক–অর্থনৈতিক সংকটের দায়ভার তাঁকেই (ইমরান) নিতে হবে।
লংমার্চে ইমরানের দাবি, পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এ বিষয়ে রানা সানাউল্লাহ বলেন, ‘আমি ইমরান খানকে বলতে চাই, আপনি নির্বাচনের তারিখ জানতে লংমার্চ নিয়ে রাওয়ালপিন্ডিতে আসছেন। কিন্তু এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না। তাই রাজপথের কর্মসূচি বন্ধ করে আলোচনায় বসুন।’
পাকিস্তান ইতিহাসের সবচেয়ে সংকটময় পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। গতকাল তিনি বলেন, ‘পাকিস্তানের এখন একজন প্রকৃত নেতা প্রয়োজন। ইমরান খান সেই নেতা। ইমরানের নেতৃত্বে কাল (শনিবার) পুরো দেশ রাওয়ালপিন্ডিতে একত্র হবে।’
গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা ভোটে পতন হয় ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকারের। এরপর থেকেই তিনি আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে সভা–সমাবেশ ও লংমার্চ করছেন। আগামী বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শুরুর দিকে ওয়াজিরাবাদ শহরে লংমার্চ করার সময় ইমরানের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।