সরকারি অনুষ্ঠানে লালগালিচা নয়, নির্দেশ শাহবাজ শরিফের
পাকিস্তানে সরকারি যেকোনো আয়োজনে লালগালিচার ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে ভবিষ্যতে যেসব সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে, তাতে লালগালিচা ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তবে পাকিস্তানে বিদেশি অতিথি ও কূটনীতিকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রটোকল মেনে লালগালিচা ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকবে না।
সরকারি অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার কেন বন্ধ করলেন শাহবাজ শরিফ, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানান, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।