ইমরানের গ্রেপ্তারে যা বললেন সাবেক স্ত্রী রেহাম

ইমরান খান ও রেহাম খান
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী রেহাম খান। গতকাল মঙ্গলবার থেকে কয়েকটি টুইট করেছেন তিনি। বলেছেন, তিনি দেশের সার্বভৌমত্ব ও পাকিস্তানিদের নিরাপত্তা চান।

গতকাল রাজধানী ইসলামাবাদের হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার হন ইমরান খান। পুলিশ জানিয়েছে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার হতে হয়েছে।

ইমরানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা পথে নেমে আসেন। ছড়িয়ে পড়ে সংঘাত। ইসলামাবাদে জারি করা হয় ১৪৪ ধারা। করাচি, মুলতান, পেশোয়ারসহ বিভিন্ন শহরে বিক্ষোভ-ভাঙচুর হয়। হামলা হয় সেনানিবাসে।

আরও পড়ুন

ইমরানের গ্রেপ্তারের খবর প্রকাশের পরপরই টুইট করেন রেহাম। লেখেন, ‘এটা আনন্দ করার মুহূর্ত নয়, প্রতিফলনের মুহূর্ত। যাঁরা ২০১৮ সালে উদ্‌যাপন করেছিলেন, তাঁরা আজ শোক করছেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর প্রকাশের পরে আরেকটি টুইটে রেহাম লেখেন, ‘কারও প্রতি আমার ব্যক্তিগত প্রতিহিংসা নেই। আমার একমাত্র উদ্বেগ পাকিস্তানিদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে। আমাদের অর্থনীতিকে পঙ্গু করতে ও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বহিরাগত শক্তি বিভিন্ন ব্যক্তিদের ব্যবহার করেছে—এমন উদাহরণ ইতিহাসে আছে। আমাদের এই পথ বদলে ফেলতে হবে।’

আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ইমরান খান ১৯৯৫ সালে প্রথম বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৫ সালের জানুয়ারিতে ইমরান বিয়ে করেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম খানকে। রেহাম পেশায় সাংবাদিক। পারস্পরিক সম্মতির ভিত্তিতে ওই বছরের অক্টোবরে ভেঙে যায় দ্বিতীয় বিয়েটাও।

আরও পড়ুন

এর আগে রেহাম আরেকটি বিয়ে করেছিলেন। রেহামের প্রথম স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমান। তাঁরা ১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৫ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছেন, সবাই যুক্তরাজ্যে থাকেন।

বর্তমানে রেহাম সংসার করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে। বর্তমানে করপোরেট পেশাজীবী বিলাল ‘দ্য ফোর মেন শো’, ‘দিল পেই মুট লে ইয়ার’ এবং ‘ন্যাশনাল অ্যালিয়েন ব্রডকাস্ট’-এ অভিনয় করেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন