আমরা ইমরানকে আবার গ্রেপ্তার করব: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার গ্রেপ্তার করা হবে।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দুনিয়া টিভিকে এ কথা বলেন রানা সানাউল্লাহ। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
গতকাল রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা তাঁকে (ইমরান) আবার গ্রেপ্তার করব। আগামীকাল (শুক্রবার) তিনি যদি হাইকোর্ট থেকে জামিন পান, তাহলে আমরা তা বাতিলের জন্য অপেক্ষা করব এবং তাঁকে আবার গ্রেপ্তার করব।’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো—ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। পরদিন বুধবার জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) এ মামলায় ইমরান খানকে আট দিনের রিমান্ড দেন।
ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্টে শুনানি হয়।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাঁকে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়।