পাকিস্তানে সংকট কাটাতে সামরিক-বেসামরিক ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করতে হবে: ইমরান খান
পাকিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংকট চলছে। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে দেশটি। এ সংকট কাটাতে দেশকে পুরোপুরি পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, সংকট কাটাতে সরকারব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আর এ জন্য যেটি সবচেয়ে বেশি জরুরি, সেটি হলো সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। লাহোরের জামান পার্কে এ সাক্ষাৎকার দেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘পাকিস্তানের পরিবর্তন আনতে হবে। বর্তমানে পাকিস্তান ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে। আমরা যদি এই সংকট থেকে বের হতে চাই, তাহলে পাকিস্তানকে পুরোপুরি পুনর্গঠন করতে হবে। আমাদের শাসনব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টাতে হবে। দেশে আইনের শাসন কায়েম করতে হবে। বিনিয়োগ আকর্ষণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কারণ, আমাদের তেমন বিনিয়োগ আসছে না।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘এ অবস্থা থেকে পাকিস্তানকে বের করার জন্য বর্তমানের সামরিক ও বেসামরিক ক্ষমতার যে ভারসাম্যহীনতা রয়েছে, তা দূর করতে হবে। এ ক্ষেত্রে আমি মনে করি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনি এমন একটি ব্যবস্থা চাইবেন না, যেখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে কিন্তু নীতি বাস্তবায়নের করার কর্তৃত্ব নেই। কারণ, কর্তৃত্ব সেনাবাহিনীর হাতেও রয়েছে।’
ইমরান খান আরও বলেন, এটা অস্বীকার করার কিছু নেই যে সেনাবাহিনীর একটি ভূমিকা থাকবে। আপনি পাকিস্তানে সেনাবাহিনীর ভূমিকা অস্বীকার করতে পারবেন না। কারণ, এটা ৭০ বছর ধরে চলে আসছে। কিন্তু এ ক্ষেত্রে একটি ভারসাম্য দরকার। এ ভারসাম্য না থাকলে বর্তমানে পাকিস্তানের টিকে থাকার জন্য যে ধরনের শাসনব্যবস্থা প্রয়োজন, সেটি কখনোই হবে না।