এবার ইমরানের দলের মহাসচিব গ্রেপ্তার
পিটিআই চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তার হওয়ার পরের দিনই আজ বুধবার গ্রেপ্তার হলেন দলের মহাসচিব আসাদ ওমর।
ইমরান খানের গ্রেপ্তারের বিষয়টিকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে তিনি গ্রেপ্তার হন। ইসলামাবাদ পুলিশ জানায়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হচ্ছে।
পিটিআইয়ের টুইটার অ্যাকাউন্টে ওমরকে গ্রেপ্তারের ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, কয়েক ডজন পুলিশ সদস্য তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন, সম্ভবত পুলিশ ভ্যানের দিকে।
ওমর গ্রেপ্তার হওয়ার পর পিটিআই নেতা শিরিন মাজারি বলেন, ইসলামাবাদ হাইকোর্ট ‘পিটিআই নেতাদের অবৈধভাবে গ্রেপ্তারের জন্য উর্বব ক্ষেত্র’ হয়ে উঠেছে। তিনি টুইট করে বলেন, ‘ফ্যাসিবাদ নিশ্চিত হয়েছে। তারা সন্ত্রাসীদের ধরতে পারে না কিন্তু পিটিআই নেতারা রাষ্ট্রের জন্য সন্ত্রাসী? এটা নিন্দনীয়।’
এ ছাড়া আরেক নেতা ফয়সাল জাবেদ খান বলেছেন, আদালতের পরোয়ানাভুক্ত যারা দেশ ছেড়ে পালিয়েছিল, তারাই আজ ক্ষমতায়।
পিটিআইয়ের আরেক নেতা ও আইনজীবী বাবর আওয়ান দাবি করেন, ওমরকে গ্রেপ্তারের বিষয়টি অবৈধ। কারণ, সিন্ধু হাইকোর্ট থেকে তিনি আগাম জামিনে আছেন।