পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

উইকিপিডিয়া
সংগৃহীত

ধর্মীয় অবমাননাকর আধেয় (কনটেন্ট) না সরানোয় জনপ্রিয় প্ল্যাটফর্ম উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)। আজ শনিবার পিটিএর এক মুখপাত্র জানান, উইকিপিডিয়া কর্তৃপক্ষকে আধেয় সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু উইকিপিডিয়া এ সময়ের মধ্যে নির্দেশ পালন না করায় তাদের পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। খবর দ্য ডন–এর।

উইকিপিডিয়া মূলত বিনা মূল্যের ব্যবহারকারী প্রদত্ত আধেয় সাইট। এখানকার আধেয় সম্পাদনাযোগ্য। বিশ্বের লাখো মানুষ প্রাথমিক তথ্যের উৎস হিসেবে উইকিপিডিয়া ব্যবহার করেন।

পিটিএ গত বুধবার ওয়েবসাইট থেকে বিতর্কিত বিষয়বস্তু অপসারণের নির্দেশনা মেনে না চলার জন্য উইকিপিডিয়া পরিষেবা বন্ধ করে দেয়। পাকিস্তানের এ সংস্থা জানায়, উইকিপিডিয়া তাদের অনুরোধে সাড়া দেয়নি এবং আধেয় সরায়নি।

পাকিস্তানের ডন পত্রিকাকে পিটিএ মুখপাত্র মালাহাত ওবাইদ বলেন, আদেশ না মানায় প্রাথমিকভাবে সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া যদি ধর্মীয় অবমাননাকর বক্তব্য সরায়, তবে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

এদিকে ব্যবহারকারীরা উইকিপিডিয়া ব্যবহার করতে গিয়ে দেখছেন, সাইটে ঢোকা যাচ্ছে না, এমন বার্তা আসছে। এদিকে উইকিপিডিয়া পরিচালনাকারী দাতব্য প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন জানায়, ‘এ সাইটে কোন কনটেন্ট যুক্ত করা হচ্ছে এবং কীভাবে কনটেন্ট রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেয় না। এখানে উইকিপিডিয়ার যাঁরা প্রদায়ক, তাঁরা আধেয় উন্নত ও নিরপেক্ষ করার কাজ করেন। আমরা মনে করি, জ্ঞানচর্চার সুযোগ মানবাধিকার।’