ইদ্দত মামলায় খালাস ইমরান ও বুশরা বিবি

ইমরান খান ও বুশরা বিবি

টানা কয়েক মাস ধরে আইনি লড়াই চালিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি।

আজ শনিবার দেশটির একটি জেলা ও দায়রা আদালত তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইদ্দত মামলা বাতিল করেছেন। এটি মূলত ইসলামি বিধিবহির্ভূত নিকাহর মামলা। আজ অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আফজাল মাজোকা সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করেন।

এ বছরের ফেব্রুয়ারিতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অনৈসলামিকভাবে বিয়ের অভিযোগ আনেন সাবেক স্বামী খাওয়ার মানেকা এবং তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের জন্য এই রায়ের তাৎপর্য রয়েছে। গত বছরের আগস্ট থেকে তোশাখানা দুর্নীতি মামলাসহ ৮ ফেব্রুয়ারি নির্বাচনের আগে ইমরানের বিরুদ্ধে আরও কিছু মামলা দায়ের করা হয়। এসব মামলায় ইমরান খান জেলে রয়েছেন। ফলে ইদ্দত মামলায় খালাসের আদেশ তাঁর জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ৯ মের ঘটনায় লাহোর, রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদে নথিভুক্ত একাধিক মামলায় খানকে জামিনও দেওয়া হয়েছে।

গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট একাধিক আবেদনের শুনানি করার সময় জেলা আদালতকে ১০ দিনের মধ্যে ইদ্দত মামলায় সাজা স্থগিত করার আবেদন এবং এক মাসের মধ্যে দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করার আবেদনের সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, মামলাটিতে ইমরান খান ও বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড এবং দুজনকেই পাঁচ লাখ রুপি জরিমানা করেন আদালত। তবে ইমরান খান ও বুশরা বিবি এ অভিযোগ অস্বীকার করে হাইকোর্টের দ্বারস্থ হন।

এদিকে গত শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খান ও বুশরা বিবির জন্য সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বুশরা বিবির করা আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক  আমের ফারুকের দেওয়া এক আদেশে তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়।