পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ারুল হক কাকার। আজ সোমবার দেশটির স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট আরিফ আলভি তাঁকে শপথবাক্য পাঠ করান। ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে এই শপথ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনীর, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান লে. জেনারেল নাদিম আনজুম ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন সদ্য বিলুপ্ত জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি, সিন্ধুর গভর্নর কামরান তেসোরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রহমান, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর হাজি গুলাম আলী, পিটিআই সিনেটর শাহজাদ ওয়াসিম এবং পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি।
শপথ নেওয়ার পর কাকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন ও করমর্দন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
এখন নতুন এই প্রধানমন্ত্রীর প্রথম কাজ হবে দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিপরিষদ গঠন। এ বছরের শেষের দিকে দেশটিতে জাতীয় সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
গত শনিবার শাহবাজ শরিফ ও রাজা রিয়াজ বৈঠক করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের পক্ষে নিজেদের সম্মতি জানান।
গতকাল রোববার শাহবাজ এক বিবৃতি দেন। সেখানে তিনি কাকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করবেন বলে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, আসন্ন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারের প্রতি সব পক্ষের আস্থাই প্রমাণ করে তাদের নেওয়া সিদ্ধান্ত সঠিক। কাকার একজন শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষ।
পিএমএল-এনের প্রেসিডেন্টের তথ্যমতে, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই কাকারকে বেছে নেওয়া হয়েছে। কারণ, তিনি অন্তর্বর্তী ব্যবস্থার প্রধান হওয়ার জন্য ‘সবচেয়ে উপযুক্ত ব্যক্তি’ ছিলেন।