পাকিস্তানে তালেবানের হামলায় ১০ পুলিশ নিহত

পাকিস্তানের পেশোয়ারে একটি থানার ছাদে এক পুলিশের অবস্থানরয়টার্স প্রতীকী ছবি

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি তল্লাশিচৌকিতে ১০ জন পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।

পরিচয় প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় গোলাগুলি চলে। এ সময় ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকায় ২০ থেকে ২৫ জন জঙ্গি পুলিশের ওই তল্লাশিচৌকিতে হামলা চালায়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকি লক্ষ্য করে বেশি হামলা চালানো হয় দেশটিতে।

আফগান সীমান্ত থেকে ৭০ কিলোমিটার পূ্র্বে ওই হামলার ঘটনা ঘটে।

এদিকে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল বৃহস্পতিবার রাতে আলাদা একটি হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত মাসে বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তাবহরে থাকা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হন।

পাকিস্তানের তালেবান জঙ্গি ও আফগানিস্তানের তালেবানদের আদর্শ একই।

ইসলামাবাদের অভিযোগ, এ ধরনের হামলা প্রতিবেশী দেশ আফগানিস্তানের জঙ্গি দলগুলো চালায়। বেশির ভাগ হামলার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান জড়িত। তবে কাবুলের তালেবান সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।