পাকিস্তানে নির্বাচনের আগে বিভিন্ন ভোটকেন্দ্র ও প্রার্থীদের বাড়িতে গ্রেনেড হামলা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাকরান ডিভিশনসহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের বাড়ি এবং ভোটকেন্দ্র লক্ষ্য করে কমপক্ষে ৯টি গ্রেনেড হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব হামলা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় কয়েকজন মোটরসাইকেল আরোহী কোয়েটার কিল্লি আহমেদজাই এলাকার একটি সরকারি স্কুলে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। গ্রেনেডটি স্কুল প্রাঙ্গণে বিস্ফোরিত হয় এবং এতে ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। ওই স্কুলটি কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনের জন্য নির্ধারিত একটি ভোট কেন্দ্র।
পাসনি এলাকার একটি সরকারি স্কুল প্রাঙ্গণ থেকেও বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেছে।
কেচ জেলার হোশাব এলাকায় জাতীয় ডেটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষের একটি কার্যালয়েও গ্রেনেড হামলা হয়েছে। এতে ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জাতীয় পরিষদে আওয়ারান এলাকা থেকে বিএনপি-মেঙ্গলের প্রার্থী মির মোহাম্মদ ইয়াকুবের বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে। বুলেদাতে পিএমএল-এনের প্রার্থী মির মোহাম্মদ আসলাম বুলেদির বাড়িতেও হামলা হয়েছে।
পাঞ্জগুর শহরে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ন্যাশনাল পার্টির নেতা আবদুল কাদের সাজদি এবং স্বতন্ত্র প্রার্থী নুর বালুচের বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে এ দুই নেতা অক্ষত আছেন।
পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী আগা গুলের বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে।
কেচ জেলার তুম্প এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চৌকির কাছেও বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।