ইমরানের দলের সঙ্গে আলোচনা চায় বিলাওয়ালের দল, অন্যদের প্রত্যাখ্যান
বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রশ্নে পাকিস্তানের ক্ষমতাসীন জোটভুক্ত দলগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পিপিপি চাইছে, পাকিস্তানে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের অবসানে ইমরান খানের পিটিআইসহ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা হোক। তবে জোটের বড় দুই রাজনৈতিক দল মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেছে।
গতকাল শুক্রবার পিপিপির মূল কমিটির একটি বৈঠক হয়। সে বৈঠকে সিদ্ধান্ত হয়, পিটিআইসহ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে জোট সরকারের দলগুলোকে প্রস্তাব দেওয়া হবে। সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি যৌথভাবে এ কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন।
ক্ষমতাসীন জোটের বড় দুই রাজনৈতিক দল পিএমএল-এন এবং জেইউআই-এফ পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জেইউআই-এফ নেতা আসাদ মাহমুদ গতকাল এক বিবৃতিতে বলেন, ইমরান খানের সঙ্গে কোনো আলোচনা হবে না। আর্টিকেল ৬-এর আওতায় ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহও বিভিন্ন সময়ে পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তবে পিএমএল-এন সিনেটর মুশাহিদ হুসেন সাইদ আলোচনার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। গতকাল তিনি সরকার এবং পিটিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন চলমান আইনি লড়াই থামায় এবং সময়মতো নির্বাচন আয়োজনের জন্য বিধিগুলো নির্ধারণ করে।