প্রতীক ফিরে পেল ইমরানের দল পিটিআই
দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট ফিরে পেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। দেশটির আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে ক্রিকেট ব্যাট প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দলটি। গতকাল মঙ্গলবার দেশটির একটি আদালত এ আদেশ দেন।
এর আগে গত সপ্তাহে পিটিআইয়ের দলীয় প্রতীক বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। প্রতীক বাতিলের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে পিটিআই।
পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেন, ‘পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যাট বাতিল করে আদেশ জারি করেছিল নির্বাচন কমিশন। অন্যায্যভাবে জারি করা এই আদেশ স্থগিত করেছেন পেশোয়ার হাইকোর্ট। একই সঙ্গে প্রতীক ফিরিয়ে দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।’
রাষ্ট্রদ্রোহ, দুর্নীতিসহ একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। এ কারণে সম্প্রতি অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। তবে সংবিধান মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত শুক্রবার দলটির প্রতীক বাতিল করে কমিশন।
কিন্তু পিটিআই বলছে, আসন্ন জাতীয় পরিষদ নির্বাচন সামনে রেখে ইমরান খান ও তাঁর দলকে আইনি জটিলতায় ফেলতে নির্বাচন কমিশন এমন আদেশ দেয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা।
গত বছর পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় ইমরান খানকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিকবার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়। যদিও ওয়াশিংটন তাঁর অভিযোগ অস্বীকার করে আসছে।
ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় এখন তিনি কারাগারে আছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে গত আগস্টে তাঁকে তিন বছরের সাজা দেন আদালত। যদিও পরে এই সাজা স্থগিত করে উচ্চ আদালত।
সাজা বাতিলের আবেদন
রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় পাওয়া উপহারসামগ্রী বিক্রির (তোশাখানা) মামলায় হওয়া সাজা ও নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ইমরান খান। আজ বুধবার এ আপিল করেন তিনি। এর আগে গত শনিবারও সুপ্রিম কোর্টে একই আপিল আবেদন জমা দেন ইমরানের আইনজীবীরা। তবে আবেদন অসম্পূর্ণ হওয়ায় তা ফিরিয়ে দিয়ে আবার আবেদন করতে বলা হয়।
কারাফটকে গ্রেপ্তার কুরেশি
রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় জামিন পাওয়ার পর পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর আজ বুধবার আদিয়ালা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব পুলিশ বলেছে, গত ৯ মে সেনাবাহিনীর স্থাপনায় হামলার ঘটনার মামলায় কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে।