গভীর রাতে পাকিস্তানের পুলিশ স্টেশনে হামলা, নিহত ১০
পাকিস্তানের ডেরা ইসমাইল এলাকার চোদওয়ান পুলিশ স্টেশনে গতকাল রোববার গভীর রাতে হামলা হয়েছে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) নাসির মেহমুদ সংবাদমাধ্যম ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের তিন দিন আগে এ হামলা হলো।
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পুলিশের প্রধান আখতার হায়াত গান্দাপুর এএফপিকে বলেন, ৩০ জনের বেশি সন্ত্রাসী তিন দিক থেকে হামলা চালিয়েছেন। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।
গান্দাপুর আরও বলেন, হামলাকারী ব্যক্তিরা কিছু সময়ের জন্য পুলিশ স্টেশনের দখল নিয়েছিলেন।
দ্রাবানের উপপুলিশ সুপার মালিক আনিসুল হাসান রয়টার্সকে বলেন, ভবনে ঢোকার পর জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ছোড়ায় প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক দিনে বেশ কয়েকটি হামলা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে দুই প্রদেশে নিরাপত্তাজনিত উদ্বেগ বেড়েছে।
গত সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবং নিরাপত্তা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছে। তারা বলেছে, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী আরশাদ হুসেইন শাহ হামলার নিন্দা জানিয়েছেন। প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে আরশাদ হুসেইন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।