ইমরানের গ্রেপ্তার ঘিরে সহিংসতাকে ‘কালো অধ্যায়’ বলছে পাকিস্তান সেনাবাহিনী

ইমরান খানকে গ্রেপ্তারের পর আজ পাকিস্তানের পেশোয়ার শহরে পুলিশের সঙ্গে পিটিআইয়ের নেতা-কর্মীদের সংঘর্ষ
ছবি: রয়টার্স

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর উত্তাল পাকিস্তান। বিক্ষোভে নেমেছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। সহিংসতার ঘটনাও ঘটছে। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, গতকাল মঙ্গলবার লাহোরে সেনানিবাসসহ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। দিনটিকে ‘কালো অধ্যায়’ হিসেবে স্মরণ করা হবে।

ডনের এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। গতকাল ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত করছে পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো—এনএবি)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাবাহিনীবিরোধী স্লোগানও দেওয়া হয়েছে। এভাবে কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়, ‘একদিকে নিজেদের সীমিত ও স্বার্থপর উদ্দেশ্য হাসিলের জন্য এই দুর্বৃত্তরা জাতির আবেগ নিয়ে খেলছে। অন্যদিকে সেনাবাহিনীর গুরুত্ব তুলে ধরে তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। এটা প্রতারণার একটি উদাহরণ।’

আরও পড়ুন

পাকিস্তান সেনাবাহিনীর অভিজ্ঞ পদক্ষেপের কারণে এই ‘ষড়যন্ত্র’ নস্যাৎ হয়েছে উল্লেখ করে আইএসপিআর বলছে, ‘আমরা ভালোভাবেই জানি, এর (ষড়যন্ত্রের) পেছনে ছিল রাজনৈতিক দলের কয়েকজন ক্ষতিকর নেতার ইশারা, নিদেশনা ও পূর্বপরিকল্পনা।’

ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পুলিশের সঙ্গে পিটিআইয়ের সমর্থকদের সংঘর্ষে এখন পর্যন্ত পেশোয়ারে চারজনসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পাঞ্জাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে পিটিআইয়ের এক হাজারের বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

বিক্ষোভ চলছে রাজধানী ইসলামাবাদেও। সেখান থেকে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইসলামাবাদের বাণিজ্যিক এলাকার সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইসলামাবাদেও সেনা মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন