পাকিস্তানকে বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
পাকিস্তানকে বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক দেশের একটি’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার জো বাইডেন এ মন্তব্য করেন বলে পাকিস্তানের ইংরেজি দৈনির ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। আজ শনিবার প্রতিবেদনটি প্রকাশ করেছে ডন।
গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন এ মন্তব্য করেছেন। অনুষ্ঠানে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানেই পাকিস্তান সম্পর্কে বাইডেনের বক্তব্যটি পাওয়া গেছে।
ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং দেশগুলো তাদের জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করছে।
বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি কোনো তামাশার বিষয় নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে আছে, এটি দেখার জন্য যে পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা কীভাবে দেখছি এবং এ ব্যাপারে আমরা কী করছি।’
বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও ওই বক্ততায় বলেন বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যা আগে কখনো ছিল না।’
মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ‘আপনাদের মধ্যে কেউ কি কখনো ভেবেছিলেন, আপনাদের সামনে একজন রুশ নেতা থাকবে? যে নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, যাতে তিন থেকে চার হাজার মানুষের প্রাণ চলে যেতে পারে? কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন, যেখানে চীন রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করবে?’
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্পর্কে বলেন, তিনি এমন এক ব্যক্তি, যিনি জানেন, কী করতে হবে; কিন্তু যাঁর প্রচুর সমস্যা আছে।
এরপর পাকিস্তান সম্পর্কে জো বাইডেন বলেন, ‘যেসব দেশ বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।’
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর বাইডেনের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলো একবার নয়, একাধিকবার পাকিস্তানের পরমাণুব্যবস্থা পর্যবেক্ষণ করেছে। আর তারা বলেছে, আমাদের নিয়ন্ত্রণ অটুট আছে। এখানে সব ধরনের সুরক্ষা আছে।’