দুর্নীতি মামলা থেকে ইমরান-বুশরার খালাসের বিষয়ে সিদ্ধান্ত নেবে জবাবদিহি আদালত

ইমরান খান ও বুশরা বিবিফাইল ছবি

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির করা আবেদনের ওপর পূর্ণাঙ্গ আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। গতকাল শুক্রবার দেওয়া আদেশে ওই আবেদনের ওপর সিদ্ধান্ত নিতে পাকিস্তানের জবাবদিহি আদালতকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে তাঁর ও বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এ মামলায় গত বছরের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলা থেকে দায়মুক্তি পেতে আবেদন করেছিলেন ইমরান ও বুশরা। তবে চলতি বছরের শুরুর দিকে সে আবেদন খারিজ করে দেন জবাবদিহি আদালত। আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন ইমরানের আইনজীবীরা। ওই আপিলের পরিপ্রেক্ষিতে জবাবদিহি আদালতকে রায় ঘোষণা থেকে প্রাথমিকভাবে বিরত রেখেছিলেন হাইকোর্ট।

চলতি বছরের শুরুতে ইমরান ও বুশরা বিবির খালাসের আবেদন খারিজের যে সিদ্ধান্ত জবাবদিহি আদালত নিয়েছিলেন, তা শুক্রবারের আদেশে রদ করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। জবাবদিহি আদালতকে ওই আবেদন নতুন করে বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তথ্যপ্রমাণ পুনর্মূল্যায়নের ওপর জোর দিয়েছেন হাইকোর্ট।