অনড় বুশরা বিবি, উত্তাল ইসলামাবাদের ডি–চকেই বিক্ষোভ করতে এগোচ্ছেন

ইমরান খানের পাশে তাঁর স্ত্রী বুশরা বিবিফাইল ছবি: এএফপি

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভ করার অবস্থানে অনড় রয়েছেন। তাই ডি–চকের পরিবর্তে সাংজানি এলাকায় বিক্ষোভ করার চেষ্টা বুশরা বিবির এই অনড় অবস্থানের কারণে কার্যত ভেস্তে গেছে। সংশ্লিষ্ট সূত্রে একথা জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিক্ষোভস্থল বদলাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে বারবার বৈঠক করেছেন দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব।

ইসলামাবাদ অভিমুখী জনস্রোতে অংশ নিয়েছেন বুশরা নিজেও। সূত্র জানিয়েছে, বুশরার গাড়িতে গিয়ে দেখা করে বিক্ষোভস্থল বদলে ফেলতে তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিলেন আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব। কিন্তু বুশরা রাজি হননি।

অনড় বুশরা জানিয়ে দিয়েছেন, সরকারের বাধা সত্ত্বেও পূর্বঘোষণা অনুযায়ী তিনি ইসলামাবাদের সুরক্ষিত ডি–চক এলাকাতেই বিক্ষোভ করতে চান।

সূত্রের খবর, ইসলামাবাদে বিক্ষোভস্থল বদলে ফেলতে আলী আমিন গান্দাপুর, ওমর আইয়ুবসহ পিটিআইয়ের নেতারা রাজি ছিলেন। এমনকি বুশরার স্বামী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা কারাবন্দী ইমরান খান এতে সম্মতি দিয়েছিলেন বলে সূত্র মারফত জানা গেছে।

কিন্তু বুশরার আপসহীনতার কারণে আপাতত এই প্রচেষ্টা আটকে গেছে। বুশরা পিটিআই সমর্থকদের ডি–চক এলাকার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

এর আগে বুশরা বিবি বলেছিলেন, ‘খানকে (ইমরান খান) ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি। ইমরান খানকে নিয়েই ফিরব।’

পিটিআইয়ের বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ২৬ নভেম্বর, পাকিস্তানের ইসলামাবাদে
ছবি: এএফপি

ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসলামাবাদ। সব বাধা উপেক্ষা করে গতকাল সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে।

আরও পড়ুন

পিটিআই নেতা-কর্মীদের ঠেকাতে ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত। কার্গো কনটেইনার দিয়ে আটকে রাখা হয়েছে ডি–চকের প্রবেশপথ।

আরও পড়ুন

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে আজ উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এতকিছুর পরও উত্তাল পাকিস্তানে আজ চার নিরাপত্তা সদস্যসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন