ফলাফল প্রকাশে আরও দেরি হলে কাল পিটিআইয়ের বিক্ষোভ
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ফলাফল প্রকাশে আরও বিলম্ব হলে আগামীকাল রোববার বিক্ষোভ করবে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে দলটির বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেন, ‘বিভিন্ন এলাকায় নির্বাচনের ফলাফল আটকে রাখা হয়েছে এবং বিলম্ব করা হচ্ছে। বিজয়ী আসনে আমাদের পরাজিত দেখাতে, ইচ্ছাকৃতভাবে ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে। যেসব এলাকায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে, সেসব এলাকার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে আগামীকাল আমরা বিক্ষোভ করব।’
এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি রাজনীতির মাঠো কোণঠাসা পিটিআই। নিজেদের প্রতীক ছাড়াই স্বতন্ত্র হিসেবে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে লড়েছেন তাঁরা। নানা প্রতিবন্ধকতার মুখেও নির্বাচনে বড় চমক দেখিয়েছেন তাঁরা।
পাকিস্তানের নির্বাচন কমিশনের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত জাতীয় পরিষদে ২৫৫ আসনের ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০০টি আসন। তাঁদের মধ্যে প্রায় সবাই ইমরান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭৩টি আসন। আর ৫৪ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনের দিন ভোট গ্রহণ ঘিরে অনিয়মের অভিযোগ তোলে পিটিআই। এ দিন সারা দেশে ইন্টারনেট ও মুঠোফোন সেবাও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ভোট গ্রহণের পর ১০ ঘণ্টা পেরোলেও শুরু করা হয়নি ফলাফল প্রকাশ। ফলাফল প্রকাশে বিলম্বের মধ্য দিয়েও ভোটে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন কারাবন্দী ইমরানের দলের নেতা–কর্মীরা।