কারাগারে ইমরানের সঙ্গে দেখা করলেন স্ত্রী বুশরা

ইমরান খানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবি
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। গতকাল বৃহস্পতিবার দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে বুশরা দেখা করেন।

রাষ্ট্রীয় উপহার কেনা–বেচাসংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় দণ্ড ঘোষণার পর ৫ আগস্ট ইমরানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর গতকালই প্রথম ইমরানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরার দেখা হয়। আইনজীবীদের উপস্থিতি ছাড়াই ইমরানের সঙ্গে কথা বলেন বুশরা।

আরও পড়ুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরানের আইনজীবীদের সঙ্গে নিয়ে অ্যাটক কারাগারে গিয়েছিলেন বুশরা। কিন্তু ইমরানের সঙ্গে তাঁর আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। ফলে ইমরানের আইনজীবীদের কারাগারের বাইরেই অবস্থান করতে হয়।

কারাগারে ইমরান ও বুশরা একান্তে প্রায় এক ঘণ্টা কথা বলেন। ইমরানের আইনজীবী নাঈম হায়দার পানজোথা জানান, কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি ইসলামবাদ হাইকোর্ট থেকে পান বুশরা।

আরও পড়ুন

একাধিক সূত্র জানায়, আদালতের নির্দেশ কারা কর্তৃপক্ষকে দেখানোর পরও ইমরানের সঙ্গে তাঁর আইনজীবীদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে বুশরা লাহোর চলে যান। তোশাখানা দুর্নীতি মামলায় ৫ আগস্ট ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। সাজা ঘোষণার পরপরই ইমরানকে তাঁর লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারের পর তাঁকে পাঞ্জাবের কুখ্যাত অ্যাটক কারাগারে পাঠানো হয়। তোশাখানা মামলায় সাজা ঘোষণার পর ৮ আগস্ট ইমরানকে নির্বাচনে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইমরানের দল। তারা বিচারিক আদালতের রায় ‘অকার্যকর’ ঘোষণা করার আরজি জানিয়েছে।

ইমরানকে কারাগারে রেখেই পাকিস্তানে জাতীয় নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। দেশটির সংবিধান অনুযায়ী শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া।

আরও পড়ুন