ইমরানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার করতে গিয়ে বাড়িতে পায়নি বলছে পুলিশ

ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের উসকানিমূলক বক্তব্য টিভিতে সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ)। ইমরান খানের রেকর্ড করা বক্তব্য সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পিইএমআরএ।

লাহোরে জামান পার্কের বাসভবনের বাইরে কড়া বক্তব্য দেওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তার করতে সেখানে যায় পুলিশ।

এরপরই গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাটি সব টিভি চ্যানেলকে ইমরান খানের সরাসরি অথবা রেকর্ড করা বিবৃতি, বক্তব্য ও আলোচনা প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে গতকাল রোববার লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনে অবস্থান নেয় পুলিশ। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন দেশটির একটি আদালত। সেই পরোয়ানা কার্যকর করতেই পুলিশ তাঁর বাসভবনে যায়।

এ বিষয়ে একাধিক টুইটে পুলিশ জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশ কর্মকর্তারা তাঁর লাহোরের বাসভবনে জড়ো হয়েছেন। কিন্তু সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান খান ভাষণ দিয়েছেন। দলের কর্মী ও সমর্থকেরা স্লোগান দেন, ইমরানকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হবে।

তোশাখানা মামলার অভিযোগ গঠনের শুনানিতে টানা অনুপস্থিত থাকায় ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সেশন কোর্ট। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা ও বিক্রির তথ্য গোপনের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে; যদিও ইমরান খান সেসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান জিও টিভিকে বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করতে ইসলামাবাদ থেকে পুলিশের একটি দল লাহোর গেছে। তারা শুধু গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিতে যায়নি; তাদের প্রথম কাজ হলো ইমরান খানকে দেওয়া নোটিশটি পৌঁছানো এবং যত দ্রুত সম্ভব তাঁকে গ্রেপ্তার করা।

ইমরান খানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পিটিআই নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশ আসার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফাওয়াদ চৌধুরী বলেন, পুলিশ বলছে, ইমরান খান গ্রেপ্তার এড়াতে চাইছেন। তবে ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তাঁর বাসভবনে জড়ো হন পিটিআইয়ের কর্মীরা। এর আগে গত বছর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ওয়াজিরাবাদে বন্দুক হামলার শিকার হন।

আরও পড়ুন