এ বছর সাশ্রয়ী এয়ারলাইনসের স্বীকৃতি পেল যারা

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারএশিয়ার কিছু বিমানফাইল ছবি: রয়টার্স

আপনি যদি আকাশপথে সবচেয়ে কম খরচে ভ্রমণ করতে চান, তবে আপনার জন্য উপযুক্ত এয়ারলাইনস হতে পারে এয়ারএশিয়া। কারণ, মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক বিমানসংস্থাটি এ বছরও বিশ্বের সাশ্রয়ী এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এ নিয়ে টানা ১৫ বছর সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইনসের স্বীকৃতি পেল এয়ারএশিয়া।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স এয়ারএশিয়াকে এই স্বীকৃতি দিয়েছে। গতকাল সোমবার তারা এ বছরের তালিকা প্রকাশ করে। ১৯৯৯ সাল থেকে এই স্বীকৃতি দিয়ে আসছে স্কাইট্র্যাক্স।

২০০১ সালে এয়ারএশিয়ার যাত্রা শুরু। দেড় দশক ধরে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইনসের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় এয়ারএশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যানিলা টাইমসকে বলেন, ‘হাজারো স্বপ্নবাজের হাত ধরে এয়ারএশিয়া গড়ে উঠেছে। সবাই যাতে আকাশপথে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

‘ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড’ প্রদানে গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কাইট্র্যাক্স। অনুষ্ঠানে এয়ারলাইনসগুলোর নির্বাহী ও কেবিন ক্রুরা অংশ নেন।

এ বছর সাশ্রয়ী এয়ারলাইনসের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ভোলোটিয়া। এরপরই রয়েছে ফ্লাইনাস, ট্রান্সাভিয়া ফ্রান্স, ইন্ডিগো, ভুয়েলিং এয়ারলাইনস, এয়ারবাল্টিক, আইবেরিয়া এক্সপ্রেস, রায়ান এয়ার ও ইজিজেট।

চলতি বছরের জন্য বিশ্বের সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েজ। সেরার স্বীকৃতি দেওয়ার কারণ হিসেবে এয়ারলাইনসটির আধুনিক বহরে যাত্রীদের গুণগত সেবা দেওয়ার কথা বলা হয়েছে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেল কাতার এয়ারওয়েজ।

সেরা এয়ারলাইনসের তালিকায় কাতার এয়ারওয়েজ ছাড়া শীর্ষ দশে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস, এমিরেটস, এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক, জাপান এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস, ইভা এয়ার, এয়ার ফ্রান্স ও সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস।