২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইতিহাসের এই দিনে: বাজারে আসে ম্যাক কম্পিউটার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৪ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ম্যাকের সঙ্গে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস
ছবি: সংগৃহীত

১৯৮৪ সালের ২৪ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় অ্যাপলের প্রথম প্রজন্মের ম্যাকিনটোশ কম্পিউটার (ম্যাক পিসি)। এতে ব্যবহার করা হয়েছিল মটোরোলা ৬৮০০০ সিপিইউ ও ১২৮ কিলোবাইট র‍্যাম। ৯ ইঞ্চি সাদাকালো মনিটর। এতে ছিল সাড়ে তিন ইঞ্চি ফ্লপি ড্রাইভ। ম্যাকের দাম ছিল ২ হাজার ৫০০ ডলার। বর্তমান বাজারে যা প্রায় ৫ হাজার ডলারের সমান।

আরও পড়ুন

পিক্সার অধিগ্রহণ করে ডিজনি

খ্যাতিমান অ্যানিমেশন স্টুডিও পিক্সার। ২০০৬ সালের এই দিনে স্টুডিওটি অধিগ্রহণ করে ওয়ার্ল্ট ডিজনি কোম্পানি।

আরও পড়ুন

ইউরেনাসের পাঁচ চাঁদের সন্ধান

শিল্পীর কল্পনায় সৌরজগৎ
ছবি: রয়টার্স

১৯৮৬ সালের ২৪ জানুয়ারি মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোযান ভয়েজার-২ ইউরেনাসের ৮১ হাজার ৮০০ কিলেমিটারের কাছাকাছি চলে যায়। ইউরেনাসের কক্ষপথে নতুন পাঁচটি চাঁদের সন্ধান পায় নভোযানটি।

আরও পড়ুন

মার্গারিতে দুরান্দের জন্মদিন

ফরাসি নারী অধিকারকর্মী মার্গারিতে দুরান্দে। তিনি এমন একটি সংবাদপত্র চালু করেছিলেন, যেটি নারীরা চালাতেন। ১৮৬৪ সালের ২৪ জানুয়ারি জন্ম নিয়েছিলেন দুরান্দে।

আরও পড়ুন
আরও পড়ুন