ইতিহাসের এই দিনে: আকাশে ওড়ে বিশ্বের প্রথম ড্রোন
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
শুধু যুদ্ধবিগ্রহে নয়, ড্রোন এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজে ২০১৩ সালের ১০ অক্টোবর আকাশে ওড়ে বিশ্বের প্রথম ড্রোন। পেরুর উদ্ভাবক কাতিয়া ভেগা এই ড্রোন তৈরি করেছিলেন।
গিলোটিন উদ্ভাবন
দাগি অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মধ্যযুগীয় একটি কৌশল আছে। গিলোটিনে সাজাপ্রাপ্তদের মাথা বিচ্ছিন্ন করা হয়। এতে সময় কম লাগে। তুলনামূলক কম কষ্টের মৃত্যু বেছে নেওয়া যায়। ১৭৮৯ সালের এই দিনে ফরাসি জোসেফ ইগনেস গিলোটিন এ কৌশলের কথা বাতলে দেন। তাঁর নামেই এর নাম রাখা হয় গিলোটিন।
এশিয়া প্রথম অলিম্পিকের আসর
সময়টা ১৯৬৪ সালের ১০ অক্টোবর। জাপানের রাজধানী টোকিওতে শুরু গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর। এশিয়ার কোনো দেশে সেবারই প্রথম অলিম্পিকের আসর বসে।
নারী অধিকার সুরক্ষায় সংগঠন প্রতিষ্ঠা
নারীদের অধিকার প্রতিষ্ঠায় ১৯০৩ সালের ১০ অক্টোবর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। নাম ওমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন বা ডব্লিউএসপিইউ। ব্রিটিশ অধিকারকর্মী অ্যামেলিন পাঙ্করাস্ট এ সংগঠনের প্রতিষ্ঠাতা। মূলত নারীদের ভোটাধিকার পেতে মিছিল-বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে এ সংগঠন।