ইতিহাসের এই দিনে: দল প্রতিষ্ঠা করেন হিটলার
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৪ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
দল প্রতিষ্ঠা করেন হিটলার
১৯২০ সালের ২৪ ফেব্রুয়ারি, জার্মানির মিউনিখে হাজার দুয়েক মানুষের সমাবেশ হয়। সেখানে নিজের অনুসারীদের নিয়ে নাৎসিদের রাজনৈতিক দল নাৎসি পার্টি প্রতিষ্ঠা করেন অ্যাডলফ হিটলার। মূলত জার্মানিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ছিল হিটলার ও তাঁর দলের লক্ষ্য।
পারস্য–মোগল যুদ্ধ
সময়টা ১৭৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি, ভারতীয় উপমহাদেশে তখন মোগলদের শাসন চলছে। ভারতীয় ভূখণ্ড আক্রমণ করেন পারস্যের শাসক নাদির শাহ। ওই দিন পারস্যের বাহিনীর সঙ্গে মোগল সম্রাট মোহাম্মদ শাহর বাহিনীর তুমুল লড়াই হয়। ইতিহাসে এ ঘটনা ‘কারনাল যুদ্ধ’ নামে পরিচিত। যুদ্ধে বিজয় দাবি করেন নাদির শাহ।
রাজা লুইস ফিলিপ্পের পতন
ফেব্রুয়ারি বিপ্লবের জেরে ১৮৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন ফরাসি রাজা প্রথম লুইস ফিলিপ্পে। রাজতন্ত্র ও রাজার বিরুদ্ধে প্যারিসের রাজপথে নেমে হাজারো মানুষ বিক্ষোভ করেন। পরে লুইস ফিলিপ্পে ‘মিস্টার স্মিথ’ নাম নিয়ে সাধারণের বেশে প্যারিস থেকে পালিয়ে যান।
ইবনে বতুতার জন্মদিন আজ
মরক্কোর প্রখ্যাত ভ্রমণবিদ ইবনে বতুতা। এশিয়া ও আফ্রিকাজুড়ে ১ লাখ ২০ হাজারের বেশি কিলোমিটার পথ ভ্রমণ করেন তিনি। আর সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন। আজ ইবনে বতুতার জন্মদিন। ১৩০৪ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জন্ম।