ইতিহাসের এই দিনে: পেনিসিলিন আবিষ্কার
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯২৮ সালের ২৮ সেপ্টেম্বর। স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং তাঁর গবেষণাগারে ব্যস্ত ছিলেন। এই দিনে নিতান্তই দুর্ঘটনাবশত তাঁর গবেষণাগারে আবিষ্কৃত হয় পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। তিনি খেয়াল করেন, তাঁর পেট্রি ডিশে (ল্যাবরেটরিতে ব্যবহৃত একধরনের ছোট গোল স্বচ্ছ পাত্র) রাখা ব্যাকটেরিয়াগুলোয় পেনিসিলিয়াম নোটাটাম নামক একধরনের ছত্রাকের সংক্রমণ হয়েছে। আর এই ছত্রাক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে। এরপরই চিকিৎসার কাজে পেনিসিলিন ব্যবহারের কথা মাথায় আসে এই বিজ্ঞানীরা। আর এটা থেকেই আবিষ্কৃত হয় প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন।
স্বীকৃতি পায় দৈর্ঘ্যের একক
১৮৮৯ সালের এই দিনে ফ্রান্সে বসেছিল জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজরস (সিজিপিএম)। সম্মেলনে দৈর্ঘ্যের একক হিসেবে মিটারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
রাতেও ফর্মুলা ওয়ান
গাড়ির রেসের বৈশ্বিক আসর ফর্মুলা ওয়ান। ২০০৮ সালের এই দিনে বসেছিল ফর্মুলা ওয়ানের সিঙ্গাপুর গ্র্যান্ড পিক্স। ওই আসরে প্রথমবারের মতো রাতের বেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
কনফুসিয়াসের জন্মদিন আজ
প্রখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াস। তাঁর চিন্তাভাবনা কনফুসিয়ানিজম বা কনফুসিয়াসের মতবাদ নামে খ্যাত। ৫৫১ খ্রিষ্টপূর্বাব্দের এই দিনে এই দার্শনিকের জন্ম।