দক্ষিণ চীন সাগরে অবকাঠামো তৈরি করবে ফিলিপাইন

ম্যানিলার সেনাপ্রধান রোমিও ব্রাউনার।
ছবি : রয়টার্স

দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন–নিয়ন্ত্রিত দ্বীপ আয়ুনজিনে অবকাঠামো উন্নয়ন করবে ফিলিপাইন। সেখানে সেনাদের থাকার জন্য এসব অবকাঠামো তৈরি হবে।

আজ সোমবার ম্যানিলার সেনাপ্রধান রোমিও ব্রাউনার এ কথা বলেন। দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনার মধ্যে এ ঘোষণা এল।

আয়ুনজিন দ্বীপটি সেকেন্ড থমাস শোল নামে পরিচিত। দক্ষিণ চীন সাগরে এ ধরনের আটটি দ্বীপ নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়ে বলে দাবি করে আসছে ফিলিপাইন।

ফিলিপাইন ছাড়াও ব্রুনাই, চীন, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম দক্ষিণ চীনে সার্বভৌমত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।