সৌদির একাধিক শহরে ড্রোন হামলার দাবি হুতি বিদ্রোহীদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আগেও সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে
ছবি: রয়টার্স

সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা গতকাল শনিবার দাবি করে, তারা ১৪টি ড্রোনের মাধ্যমে সৌদির বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। যেসব স্থানে হামলা চালানো হয়েছে, তার মধ্যে বন্দর নগরী জেদ্দায় অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনা রয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারাহ বলেন, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদ, আভা, জিজান ও নাজরান শহরের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ ছাড়া জেদ্দায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি সৌদি আরব। অন্যদিকে যোগাযোগ করা হলে সৌদি আরামকো রয়টার্সকে জানায়, যত দ্রুত সম্ভব তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।

সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট গতকাল দিনের শেষভাগে জানিয়েছে, তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানকালে ১৩টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

২০১৪ সালের শেষ দিকে হুতিরা দেশটির হাদি সরকারকে সানার ক্ষমতা থেকে উৎখাত করে। হাদি সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। এর পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।