লেবাননে এক দিনের শোক ঘোষণা
লেবাননের এক দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী বৈরুতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে ৬ জন নিহত ও প্রায় ৩২ জন বিক্ষোভকারী আহত হন। তাঁদের স্মরণে শোক ঘোষণা করা হয়। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
গত বছর বৈরুতে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। এ নিয়ে চলমান তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বিচারক তারেক বিতার। তাঁর অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও এর প্রধান মিত্র আমাল মুভমেন্টের বিক্ষোভে গুলি চালানো হয়।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন বলেছেন, ‘নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা কাউকে দেশকে জিম্মি করতে দেব না।’
বিস্ফোরণের ঘটনার তদন্ত করছেন বিচারক তারেক বিতার। তাঁর বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। তবে তার প্রতি সমর্থন রয়েছে নিহত ব্যক্তিদের পরিবারের। ক্রিমিনাল কোর্টের প্রধান বিচারক তারেক বিতার বিস্ফোরণের ঘটনায় তদন্তের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তা।
গতকাল শত শত মানুষ বৈরুতে প্রধান আদালত ভবন প্যালেস অব জাস্টিসের বাইরে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, তদন্তটি রাজনৈতিক হয়ে উঠেছে এবং এ জন্য বিচারক তারেক বিতারকে অপসারণ করতে হবে।
বিক্ষোভকারীরা যখন বৈরুতের কেন্দ্রস্থলের তাইওয়ানেহ-বাদারো এলাকার একটি গোলচত্বর অতিক্রম করছিলেন, তখন অজ্ঞাতনামা এক স্থান থেকে তাঁদের ওপর গুলিবর্ষণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বাড়ি ছেড়ে পালান। স্কুলের শিক্ষার্থীরাও যার যার মতো বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে।
এর আগে গত বছরের আগস্টে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ২১৯ জন প্রাণ হারান। ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের বিস্তীর্ণ এলাকা। কিন্তু ওই বিস্ফোরণে এখনো পর্যন্ত কাউকেই দায়ী বা বিচারের আওতায় আনা যায়নি।