পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

অস্ত্র হাতে এক ইসরায়েলি সেনাফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের জেনিন এলাকার কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় আজ রোববার এ ঘটনা ঘটে।  খবর এএফপির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ওই ব্যক্তি জেনিন এলাকার পশ্চিমে বরকিনের বাসিন্দা। গুলি লাগার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

ইসরায়েলের রাষ্ট্রীয় রেডিও চ্যানেল ‘কান’ জানায়, ইসরায়েলি সেনাসদস্যরা জেনিনের কাছে ওই এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করতে অভিযান চালান। সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে তাঁদের গোলাগুলি চলে।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ চলছে। গত মাসে জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে চার ফিলিস্তিনি নিহত হন।