নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অশুভ মতলব’ বলল ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিবজাদেহ
ছবি : এএফপি

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞাকে ‘অশুভ মতলব’ বলে সমালোচনা করেছে ইরান। আজ বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রসদ জোগানোর অভিযোগে গত বুধবার ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর। নতুন এই মার্কিন নিষেধাজ্ঞা এমন এক সময় ঘোষণা দেওয়া হলো, যখন ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরে আসতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

আজ এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিবজাদেহ বলেছেন, এই পদক্ষেপ (নিষেধাজ্ঞা) ইরানের জনগণের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অশুভ মতলবের আরেকটি লক্ষণ।

এর আগে গত ১৩ মার্চ ইরান থেকে বেশ কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইরাকের ইবরিলে আঘাত হানে। ইরানের বাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে স্বীকার করে। ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে ইরান জানায়, তারা ইসরায়েলের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ধরনের আরও হামলার বিষয়ে সতর্কও করেছিল দেশটি। এরপরই ইরানের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

এ ছাড়া ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত শুক্রবার সৌদি আরবের একটি তেলের কারখানায় হামলা চালায়। বেশ কিছু দিন ধরেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হুতিরা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়ে আসছে।