ইরানে হামলায় আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে দেবে না প্রতিবেশীরা: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিফাইল ছবি: এএফপি

ইরানে হামলায় নিজেদের আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরানের প্রতিবেশী দেশগুলো। কুয়েত সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার এ দাবি করেন।

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আজ এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে যে ইরানের বিরুদ্ধে (হামলায়) তারা তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর তৎপরতা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইসরায়েল যদি ইরানে হামলা করে, তাহলে এর পাল্টা সমুচিত জবাব দেবে তেহরান।’

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পর থেকে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলো সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কুয়েতের আগে বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর ও তুরস্ক সফর করেছেন আরাগচি।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালাতে ইসরায়েলকে আবারও সতর্ক করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘পারমাণবিক স্থাপনায় হামলা একটি বড় আন্তর্জাতিক অপরাধ। এমনকি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকিও অপরাধ এবং তা আন্তর্জাতিক অধিকারবিরোধী। আত্মরক্ষা ও পারমাণবিক স্থাপনা রক্ষার সামর্থ্য রয়েছে আমাদের।’