দামেস্কে আবার ইসরায়েলের হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল দিবাগত রাত দেড়টার একটু পরে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। দামেস্কের কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সিরিয়ার সরকারি টেলিভিশনে হামলার খবর প্রচারিত হয়েছে।
সিরিয়ায় ২০১১ সালের শুরু থেকেই শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান–সমর্থিত বাহিনী, লেবাননের হিজবুল্লাহ ও সিরিয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে ইসরায়েল। গত অক্টোবরে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হামলা আরও বেড়েছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, দেশটির দামেস্কের দক্ষিণে জয়নব এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে।
ইসরায়েলি হামলার পর গত ১২ ও ২২ অক্টোবর দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ২৬ গত নভেম্বর ইসরায়েলি বিমান হামলার কারণে দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সিরিয়াকে লক্ষ্য করে হামলার বিষয়ে ইসরায়েল খুব কমই মন্তব্য করে। তবে ইসরায়েল বারবারই বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে সমর্থনকারী শত্রুদের তারা শক্তি বাড়াতে দেবে না।