গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট হামলায় নিহত ১১, অভিযোগ হিজবুল্লাহর দিকে

ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটেছেছবি: রয়টার্স

ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। হামলায় নিহত ১১ জন কিশোর–তরুণ।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করে। এর পর থেকে লেবাননের হিজবুল্লাহ সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। পাল্টা আক্রমণে হিজবুল্লাহর স্থাপনাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটা।

হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।

তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে।

আরও পড়ুন

হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে  হামলাসহ চারটি হামলার দায় স্বীকার করেছে। এবার যেই ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে মাত্র দুই মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর চারজন সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এসব হামলা চালানো হয়।

আরও পড়ুন