সিরিয়ায় বাশার-ঘনিষ্ঠ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের ঘনিষ্ঠ এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বর্তমানে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের নিয়ে তৈরি প্রশাসন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই কর্মকর্তার নাম মাজেন কেনেহ। তাঁর বিরুদ্ধে বাশার সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
গতকাল সকালে মাজেনের মৃত্যুদণ্ড কার্যকর করার কারণ হিসেবে দামেস্ক কর্তৃপক্ষ জানায়, পূর্ববর্তী শাসনামলের সবচেয়ে পরিচিত অনুগতদের একজন ছিলেন তিনি। তাঁকে দামেস্কের রাস্তায় জনসমক্ষে মাথায় গুলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ নিরাপত্তা প্রতিবেদন দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর এসব প্রতিবেদনের কারণে অনেকের ফাঁসি ও কারাদণ্ড হয়েছিল।
সম্প্রতি সিরিয়ার বর্তমান সরকার বাশারের আমলের নেতাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। দেশটির নতুর গোয়েন্দাপ্রধান আনাস খাত্তাব বলেছেন, দেশটির নিরাপত্তার বিষয়টি ঢেলে সাজানো হচ্ছে।