এডেন উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন, অভিযোগ হুতিদের দিকে
এডেন উপসাগরে তেলবাহী একটি ট্যাংকারে আগুন লেগেছে। এই ঘটনায় অভিযোগে আঙ্গুল উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দিকে। বলা হচ্ছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে আগুনের সূত্রপাত।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউকেএমটিও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরের দক্ষিণ–পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেলবাহী ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। ঘটনার পর মার্কিন নৌ বাহিনীর একটি জাহাজ আক্রান্ত ট্যাংকারটি থেকে সংকেত পায়। পরে সহায়তায় এগিয়ে যায় মার্কিন জাহাজটি।
হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, শুক্রবার এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতি যোদ্ধারা। তবে এই ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত করেছে কিনা, সেটা নিশ্চিত করেননি তিনি।
ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতিদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে ইঙ্গ–মার্কিন নিষেধাজ্ঞা।